আটকে পড়া ও নতুন শ্রমিকদের সৌদি নিতে শিগগির ব্যবস্থা: সৌদি রাষ্ট্রদূত
করোনার কারণে বাংলাদেশ থেকে সেসব শ্রমিক ফেরত যেতে পারেননি এবং যারা নতুন ভিসা পেয়েছেন তাদের নিয়ে যেতে শিগগির সৌদি সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুলাইহান।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।
করোনার কারণে ফেরত যেতে পারেননি এবং নতুন ভিসা পেয়েছেন এমন ৮৬ হাজার বাংলাদেশি কর্মীকে দ্রুত সৌদি আরবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে সৌদি রাষ্ট্রদূতকে আহ্বান জানান প্রতিমন্ত্রী মাহবুব আলী। এর প্রেক্ষিতে সৌদি রাষ্ট্রদূত আশ্বাস দেন, শিগগির তাদের নিয়ে যাওয়া হবে।
বর্তমানে বিশেষ ব্যবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস সৌদি আরবে ফ্লাইট পরিচালনা করছে জানিয়ে বিমানের শিডিউল ফ্লাইট পরিচালনার অনুমোদন দিতে সৌদি রাষ্ট্রদূতকে অনুরোধ জানান প্রতিমন্ত্রী।
রাষ্ট্রদূত বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সৌদি আরবের বিমান যোগাযোগ বন্ধ থাকলেও বাংলাদেশের সঙ্গে বন্ধ হয়নি। শিডিউল ফ্লাইট পরিচালনার অনুমোদন দেওয়া শুরু হলে বাংলাদেশ বিমান প্রথমেই অগ্রাধিকার ভিত্তিতে অনুমতি পাবে।’
বাংলাদেশ থেকে যাওয়া কর্মীরা দক্ষ ও কর্মনিষ্ঠ উল্লেখ করে সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশি কর্মীদের কাজের দক্ষতায় তাদের নিয়োগদাতারা সন্তুষ্ট।’
রাষ্ট্রদূত এসসা ইউসেফ আরও বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগকারীরা প্রায় পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী। সৌদি বিনিয়োগকারীরা বাংলাদেশের পর্যটন শিল্পে বিনিয়োগ করতে খুবই আগ্রহী।’
এ ছাড়াও, এভিয়েশন শিল্পের উন্নয়নে সৌদি আরব বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।
Comments