মুন্সিগঞ্জে দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৬

মুন্সিগঞ্জে দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মুন্সিগঞ্জে দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- অমায়িক (২৩), রনি শেখ (২৪), জীবন শেখ (২৫), আদনান (১৯), কাইফি মীর (২২) ও রবিন (২৬)।

মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (লৌহজং সার্কেল) মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, আসামি জীবন শেখ ও আদনান ষষ্ঠ শ্রেণি ও দশম শ্রেণির দুই কিশোরীকে গত মঙ্গলবার শিমুলিয়া ঘাটে বেড়াতে নিয়ে যায়। এলাকার একটি পুনর্বাসন কেন্দ্রের ঘরে তাদের ধর্ষণ করা হয়। পরদিন ভুক্তভোগী কিশোরীদের পরিবার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় বিষয়টি জানায়। কেরাণীগঞ্জ থানা পুলিশ লৌহজং থানা পুলিশকে জানালে অভিযান চালিয়ে ছয় যুবককে গ্রেপ্তার করা হয়।

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, বুধবার রাতভর অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ৬ আসামিকে আটক করা হয়েছে। এ বিষয়ে লৌহজং থানায় সাত জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অপর আরেক অভিযুক্ত সোহেল(২৪) পলাতক। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English
EC turns a blind eye to polls code violations

Nomination submission deadline won’t be extended: EC

The deadline for the submission of nomination papers ended at 4:00pm today

45m ago