বরগুনায় ধসে পড়েছে ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণাধীন ভবন
বরগুনার বেতাগী উপজেলায় কাজিরাবাদ ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণাধীন ভবনের একাংশ ধসে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ভবনটি নির্মাণ করা হচ্ছিল, যে কারণে কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে।
সূত্র জানায়, ২০২০ সালের শেষের দিকে ৪৭ লাখ টাকা ব্যয়ে চান্দখালী বাজারে কাজিরাবাদ ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান খান এন্টারপ্রাইজ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে।
কাজিরাবাদ ইউনিয়নের তহসীলদার মো. মহসিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল বিকেলে কাজ করার সময় বিকট শব্দ শুনে বাইরে গিয়ে দেখি, নির্মাণাধীন নতুন ভবনের একাংশ ধসে পড়েছে। ২০ দিন আগে ওই ভবনের ছাদ ঢালাই শেষ হয়েছে।’
এ বিষয়ে জানতে ঠিকাদারী প্রতিষ্ঠান খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খলিলুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বেতাগী উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, নির্মাণাধীন ভবনের যে অংশ ধসে পড়েছে, ওই অংশটি আমাদের অবগত না করেই ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ করেছে। তাই এর দায় তাদেরই নিতে হবে।
এ বিষয়ে বেতাগীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, ভবন নির্মাণে অনিয়মের বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখবো। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Comments