বরগুনায় ৭ জেলেকে পিটিয়ে মাছ ধরার ট্রলার ছিনতাই
বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশে যাওয়া সাত জেলেকে পিটিয়ে জখম করে এফবি সুফিয়া নামে একটি ট্রলার ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুরে ট্রলারটির মালিক মো. জাকির সরদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ভোররাত সাড়ে ৩টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে বলেশ্বর নদীর মোহনায় জলদস্যুরা হামলা চালায়। আমি ছাড়া আরও ছয় জেলেকে তারা পিটিয়ে আহত করে। এরপর অন্য একটি ট্রলারে আমাদের তুলে দিয়ে তারা আমার ট্রলার নিয়ে চলে যায়। ট্রলারে প্রায় ৫০ হাজার টাকার মাছ ও খাদ্যদ্রব্য ছিল।’
আহত জেলেরা হলেন— কাওছার হোসেন (৩৫), মো. আরিফ হোসেন (৩৬), জামাল হোসেন (৩২), রাসেল আকন (২৮), ইলিয়াস হোসেন (২৫) ও সিফাত খান (২২)। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।
তিনি আরও বলেন, ‘কমপক্ষে ১৫ জন জলদস্যু দেশীয় অস্ত্র হাতে আমাদের ট্রলারে উঠে। মুখোশ পরে থাকায় তাদের চেনা যায়নি। সকালে ট্রলারটি আমাদের কুয়াকাটা পৌঁছে দেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে সড়কপথে আমরা পাথরঘাটা আসি।’
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ডাকাতির খবর আমরা শুনেছি। ট্রলার মালিককে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, ‘ট্রলার ছিনতাইয়ের একটি ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Comments