লাদাখ সীমান্তে ৪ সেনা নিহতের কথা স্বীকার করল চীন

গত বছর ১৫ জুন লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের সঙ্গে চীনের সেনাদের সংঘর্ষ বাঁধে। সে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হলেও চীনের সেনাদের হতাহতের বিষয়ে নীরব ছিল মহাপ্রাচীরের দেশটি।
অবশেষে আজ শুক্রবার প্রথমবারের মতো চীন তাদের চার সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে।
আজ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২০ সালের জুনে ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে চীনের চার সেনা নিহত হয়েছেন। তাদেরকে মরণোত্তর পুরষ্কারে ভূষিত করার ঘোষণাও দেওয়া হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তাদের নামও প্রকাশ করা হয়েছে। তারা হলেন— চেন হংজুন, চেন জিয়াংগ্রং, শিয়াও সিয়ুয়ান ও ওয়াং জুয়ারন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলেছে, জিনজিয়াং মিলিটারি কমান্ডের রেজিমেন্টাল কমান্ডার কুই ফাবাও-সহ সেদিন চীনের পাঁচ সেনা নিহত হয়েছিলেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সেদিনের ঘটনাকে ‘বিদেশি সেনাবাহিনী’র চুক্তি লঙ্ঘন করে চীনের সীমান্তে অনুপ্রবেশ ও এর বিরুদ্ধে চীনা সেনাদের ‘ভয়াবহ লড়াই’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
গত ১৫ জুন পশ্চিম হিমালয় সীমান্তে সংঘাতের জন্য একে অপরকে দোষ দিয়েছে চীন ও ভারত। সেদিনের সংঘাতে ধারালো পাথর, লোহার রড ও পেরেক বসানো মুগুর দিয়ে হামলা চালানো হয়েছিল বলে সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Comments