ইন্দোনেশিয়ায় সৈকতে ৫২ তিমির মরদেহ

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের ব্যাঙ্কালানের সমুদ্র সৈকতে ৫২টি পাইলট তিমিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দেশটির সমুদ্র বিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্দোনেশিয়ার পত্রিকা টেম্পো আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে।
Indonesia.jpg
তিনটি তিমিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে উদ্ধারকারী দল। ছবি: এএফপি

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের ব্যাঙ্কালানের সমুদ্র সৈকতে ৫২টি পাইলট তিমিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দেশটির সমুদ্র বিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্দোনেশিয়ার পত্রিকা টেম্পো আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের ধারণা ছোট পাখনার এই পাইলট তিমিগুলো প্রথমে কোথাও আটকে পড়ে ও পরে মারা যায়।

মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহু মুরাদি বলেন, ‘আমাদের সন্দেহ এই দলটিতে একটি তিমি আহত বা অসুস্থ হয়। এতে বাকিরা সেটিকে বাঁচাতে গিয়ে সবাই মিলেই আটকে পড়ে। একে একে হয়তো ৫২টি তিমিই মারা যায়।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভাটার সময় কয়েক ডজন তিমিকে সমুদ্র উপকূলে পড়ে থাকতে দেখা গেছে।

বিষয়টি পর্যবেক্ষণে ডেনপাসার উপকূল ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা কার্যালয়ের সদস্যরা আজ সকালে চিকিৎসক, যন্ত্রপাতি, পূর্ব জাভা মেরিটাইম এবং ফিশারিজ এজেন্সি ও স্বেচ্ছাসেবীদের নিয়ে উপকূলে জড়ো হয়।

ওয়াহু মুরাদি অবশ্য বলেছেন যে, সৌভাগ্যক্রমে তিমিগুলোর মধ্যে তিনটির এখনো বেঁচে থাকার সম্ভাবনা আছে। উদ্ধারকারী দলটি তিমি তিনটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে।

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

4h ago