সড়ক অবরোধ করে ববি শিক্ষার্থীদের মশাল মিছিল
পূর্ব নির্ধারিত ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুনরায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে। এ সময় তারা মহাসড়কে মশাল মিছিল করেন।
আজ শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা সড়কে অবস্থান করে শ্লোগান দিতে থাকে। ফলে, মহাসড়কের দুই পাশে যাত্রীবাহী বাসসহ হাজার হাজার যানবাহন আটকা পড়ে।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি মাহমুদ ইসলাম তমাল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
তমাল বলেন, ‘প্রোক্টরের আহ্বানে শিক্ষার্থীরা প্রোক্টরিয়াল বডি, শিক্ষক বডি ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। প্রশাসনকে আগামীকাল দুপুর পর্যন্ত ১৩ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এরমধ্যে জড়িতদের দৃশ্যমান গ্রেপ্তার দেখতে চাই। মামলার নথিতে আসামিদের নাম উল্লেখ করতে হবে। এই সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর হবে।’
সাধারণ শিক্ষার্থীদের একাংশ জানান, যদি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার না করা হয় ও শিক্ষার্থীদের নিরাপত্তা না দেওয়া হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ মুহূর্তে যান চলাচল স্বাভাবিক হলেও যে কোনো মুহূর্তে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি আসতে পারে।
উল্লেখ্য গত ১৫ ফেব্রুয়ারি বিআরটিসি কাউন্টারের একজন স্টাফ তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটিতে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে অভিযুক্ত পরিবহন শ্রমিক রফিককে গ্রেপ্তার করে পুলিশ। পরে নগরীর রুপাতলি এলাকায় শিক্ষার্থীদের মেসে হামলা চালায় পরিবহন শ্রমিক ও মদদপুষ্টরা। এই ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়। তাদের অন্তত ১১ জন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় সমালোচনার মুখে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার গত ১৮ তারিখ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু, কাউকে গ্রেপ্তার না করায় শিক্ষার্থীদের আল্টিমেটাম শুক্রবার বিকেল ৫ টায় শেষ হয়ে গেলে পুনরায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
Comments