তালা ভেঙে হলে ঢুকেছেন জাবি শিক্ষার্থীরা

নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের হল খুলে দেওয়ার দাবি মেনে না নেওয়ার পর হলের তালা ভাঙতে শুরু করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তালা ভেঙে হলে প্রবেশ করছেন জাবি শিক্ষার্থীরা। স্টার ফাইল ছবি

নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের হল খুলে দেওয়ার দাবি মেনে না নেওয়ার পর হলের তালা ভাঙতে শুরু করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আল বিরুনী হল, ফজিলাতুন্নেছা হল, নওয়াব ফয়জুন্নেসা হল, সুফিয়া কামাল হল, বেগম খালেদা জিয়া হল, শেখ হাসিনা হল, প্রীতিলতা হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, মীর মশাররফ হোসেন হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং মওলানা ভাসানী হলের তালা ভেঙেছেন তারা।

ফজিলাতুন্নেসা হলের তালা ভাঙার পর। ছবি: স্টার

আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় ভার বিশ্ববিদ্যালয় নিয়েছে জানিয়ে হল খোলার দাবির বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘বর্তমান মহামারি এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। এটা একান্তই সরকারি সিদ্ধান্ত। সরকারি সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো বিশ্ববিদ্যালয় আলাদা সিদ্ধান্ত নিতে পারে না। সরকার যে মুহুর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেবে, সঙ্গে সঙ্গেই আমরা হলগুলোও খুলে দেব।’

বেগম খালেদা জিয়া হলের তালা ভাঙার পর গেটে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: স্টার

হলের তালা ভেঙে ভেতরে ঢুকতে পারলেও হলে থাকা সম্ভব কিনা জানতে চাইলে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা হলে উঠে পরব। যদি আমাদের বের করে দেয় তাহলে পরবর্তী কোনো ব্যবস্থা নেব।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘থাকা সম্ভব হোক বা না হোক আজ আমরা হলে উঠব।’ 

শিক্ষার্থীদের ওপর গতকাল রাতে হামলার ঘটনার পর নিরাপত্তার স্বার্থে হল খুলে দেওয়ার দাবিতে আজ সকালে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

জাবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা

হল খোলার দাবিতে জাবি উপচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

Comments

The Daily Star  | English
EC turns a blind eye to polls code violations

Nomination submission deadline won’t be extended: EC

The deadline for the submission of nomination papers ended at 4:00pm today

57m ago