ইউপি চেয়ারম্যানের সহযোগীদের হামলায় গৃহবধূ নিহত, আটক ১

কুমিল্লার মেঘনা উপজেলায় ভাওরখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত
কুমিল্লার মেঘনা উপজেলায় ভাওরখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আব্বাসীর সহযোগীদের হামলায় নাজমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন তার স্বামী আব্দুস সালাম এবং ভাসুর সিরাজুল ইসলাম ও ফারুক।
হামলায় জড়িত থাকার অভিযোগে আজ শনিবার দেলোয়ার নামে একজনকে আটক করেছে পুলিশ। কুমিল্লার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মো. ফজলুল করিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া থানা এলাকার রায়পুর থেকে দেলোয়ার নামে একজনকে আটক করা হয়েছে। গত রাতে ফারুক আব্বাসী ও তার ভাই খোকন আব্বাসী, ইমরান হোসেন টিটু, ইয়ার আব্বাসীদের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।’
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ‘ময়নাতদন্তের জন্য ওই গৃহবধূর মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আহত তিন জনের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘ফারুক আব্বাসী ও তার বাহিনী গ্রামবাসীকে অতিষ্ঠ করে তুলেছেন। এ বিষয়ে জানতে চাইলে মেঘনা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ শিকদার রতন বলেন, ফারুক আব্বাসী একাধিক হত্যা মামলার আসামি ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। উপজেলা আওয়ামী লীগের সুপারিশ প্রাপ্ত না হয়েও তিনি দলের মনোনয়ন পেয়েছেন। তিনি মূলত সন্ত্রাসী, আওয়ামী লীগের কোনো পর্যায়েই তার সংশ্লিষ্টতা নেই।’
Comments