অস্ট্রেলিয়ান ওপেনে ওসাকা চ্যাম্পিয়ন
অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে নিয়েছেন জাপানের নাওমি ওসাকা। যুক্তরাষ্ট্রে জেনিফার ব্রাডিকে সরাসরি সেটে হারিয়েছেন তিনি।
শনিবার মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের ফাইনালে ওসাকা ৬-৪, ৬-৩ সেটে হারান ব্রাডিকে। দুর্দান্ত ছন্দে থাকা এই টেনিস তারকা ২০১৮ সালে ইউএস ওপেনও জিতেছিলেন। গত মৌসুম থেকে সব টুর্নামেন্ট মিলিয়ে তিনি জিতলেন টানা ২১ ম্যাচ।
এদিন খেলা শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন ওসাকা। প্রথমে প্রথম সেটে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন ব্রাডি। এক পর্যায়ে ৪-৪ সমতায় ফিরেছিলেন। সেখান থেকে আর তাকে কোন সুযোগ দেননি ওসাকা। প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেটে ওসাকা হয়ে যান আরও দাপুটে।
তার সার্ভিস ফেরাতেই হিমশিম খেতে দেখা যায় ব্রাডিকে। একপেশে দ্বিতীয় সেটে তেমন কোন প্রতিরোধ আসেনি ব্রাডির কাছ থেকে।
২৩ বছর ওসাকার জন্ম জাপানে। কিন্তু ১৩ বছর বয়েসে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়ে সেখানেই বেড়ে উঠেন তিনি। ২৫ বছর বয়েসী ব্রাডি এই প্রথম উঠেছিলেন কোন গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে। শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে তাকে থাকতে হয়েছে বিফল।
Comments