শ্রীলঙ্কা সফরে এবার কোয়ারেন্টিনের কড়া নিয়ম থাকছে না
কোয়ারেন্টিনের কড়া বিধিনিষেধের কারণে গেল অক্টোবরে শ্রীলঙ্কা সফর বাতিল করে বাংলাদেশ। তবে করোনাভাইরাস পরিস্থিতি ভালো হওয়ায় সেই বিধিও করা হয়েছে শিথিল। এপ্রিলে সেদেশে টেস্ট সিরিজে তাই ইংল্যান্ড দলের মতই সুবিধা পাবে বাংলাদেশ।
শনিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী গণমাধ্যমে জানিয়েছেন এমনটাই।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এপ্রিল মাসের মাঝামাঝি সময় শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। সেখানে খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। নিজামউদ্দিন জানান, চূড়ান্ত সূচি ঠিক করে পাঠাবে লঙ্কান ক্রিকেট বোর্ড। তবে সফরটির ব্যাপারে নেই কোন সংশয়, ‘আমাদের সঙ্গে শ্রীলঙ্কা বোর্ডের যোগাযোগ হচ্ছে। তাতে এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই দুটি ম্যাচ আছে সেটি চূড়ান্ত হয়েছে। দুটি টেস্ট ম্যাচ এক ভেন্যুতেই হবে। আমরা আশা করি এপ্রিলের ১২-১৫ তারিখের মধ্যে যে কোনো একটা সময় বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করবে।’
গত বছর জুলাই মাসে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। করোনার কারণে সেটা ভেস্তে যায়। অক্টোবর মাসে এই সিরিজ আবার নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তখন শ্রীলঙ্কা সরকার বাংলাদেশকে দেয় কড় কোয়ারেন্টিনের নিয়ম। সেখানে গিয়ে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে হোটেল কক্ষ থেকে বের হওয়ার নিয়ম রাখা ছিল না।
ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে সফরটি বাতিল করে দেয় বিসিবি। গেল জানুয়ারি মাসে লঙ্কা সফরে আসে ইংল্যান্ড দল। কোয়ারেন্টিনের মধ্যেও তাদের দেওয়া হয় অনুশীলন সুবিধা। বাংলাদেশের বেলায়ও ইংল্যান্ডের এই সুবিধা থাকছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী, ‘আমাদের জানা মতে শ্রীলঙ্কায় কোভিডের অবস্থা আগে থেকে উন্নতি করেছে। এর মধ্যে ইংল্যান্ড দল শ্রীলঙ্কা সফর করে গেছে। আমাদের বলা হয়েছে, ইংল্যান্ডকে যে ধরনের বিধি মেনে চলতে হয়েছে, আমাদেরও তাই করতে হবে।’
Comments