ববি শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি স্থগিত
বরিশাল বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচী আগামীকাল স্থগিত থাকবে।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি মাহামুদুল ইসলাম তমাল আজ শনিবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামীকাল একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পরশুদিন থেকে যথারীতি আবার অবরোধ চলবে। কর্মসূচির কোনো পরিবর্তন হলে জানিয়ে দেওয়া হবে।
এর আগে, আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিনের উপাচার্য, বরিশালের জেলা প্রশাসক, সিটি করপোরেশনের মেয়রের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষার্থীদের প্রতিনিধি ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ একটি বৈঠক করেন।
দুই ঘণ্টার এ বৈঠক শেষে জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার দ্য ডেইলি স্টারকে জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। মানুষের দুর্ভোগের বিষয়ে আলোচনা হয়েছে। সব পক্ষই বিষয়টি নিয়ে একমত। শিগগির একটি ভালো খবর আসতে পারে।
পরিবহন শ্রমিক খোরশেদ জানান, শিক্ষার্থীরা এখন রাস্তায় না থাকলেও তাদের কর্মসূচি প্রত্যাহার হয়নি। তবে, রাস্তায় এখনো যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি।
Comments