জাবির খোলা হলে প্রশাসনের নতুন তালা, হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ দুপুরে সিন্ডিকেটের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানান বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য অধ্যাপক হানিফ আলী।
হল খোলার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আলী বলেন, যেহেতু রাষ্ট্রীয় সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় বন্ধ আছে, তাই সরকারি নির্দেশনা ছাড়া হল খোলা সম্ভব নয়। নির্দেশনা পেলে সাথে সাথেই খুলে দেয়া হবে।
তিনি শিক্ষার্থীদের সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর আহবান জানান।
এছাড়া আহত শিক্ষার্থীদের চিকিৎসার সব ব্যয়ভার বিশ্ববিদ্যালয় বহন করবে বলেও জানান তিনি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্যাম্পাসে দর্শনার্থীদের প্রবেশ এবং সব ধরনের অনুষ্ঠান ও জমায়েত নিষিদ্ধ সংক্রান্ত সিদ্ধান্ত এখনও বহাল আছে। ক্যাম্পাসে মিছিল, জমায়েত ও আবাসিক হলে তালা ভাঙা সিন্ডিকেটের সিদ্ধান্ত বিরোধী।’
এছাড়া, আবাসিক হলগুলোর তালা ভাঙার পর আবার নতুন করে ছাত্রী হলগুলোতে তালা লাগিয়েছে হল প্রশাসন। তবে বিভিন্ন ছাত্র হলগুলোতে শিক্ষার্থীদের অবস্থান করতে দেখা যায়। শিক্ষার্থীরা রাতে হলে অবস্থান করবেন বলেও জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘আজ উপাচার্যের সঙ্গে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের মিটিং আছে। সেখান থেকে কোন সিদ্ধান্ত আসবে বলে আশা করছি।’
Comments