হল খোলার দাবিতে শাবিপ্রবিতেও আন্দোলন, শিক্ষার্থীদের আল্টিমেটাম
আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে এবার আন্দোলনে নেমেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পূর্বনির্ধারিত কোনো কর্মসূচি ছাড়াই আজ শনিবার বিকেল থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
জানা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের সড়ক অবরোধ করে এবং প্রশাসনের সঙ্গে দুই দফা আলোচনা করে। কিন্তু, আলোচনায় কোনো সিদ্ধান্ত না হওয়ায় রাত ৮টার দিকে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা দেন সাধারণ শিক্ষার্থীরা।
পরে রাত ১০টার দিকে তালা খুলে দিয়ে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে হল খোলার দাবি জানিয়ে আল্টিমেটাম দেন তারা।
আন্দোলনরত এক শিক্ষার্থী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মার্চ থেকে সব বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে। এজন্য অনেক শিক্ষার্থী ইতোমধ্যে সিলেটে এসেছেন। কিন্তু, হল খোলা না থাকায় তাদের নানা দুর্ভোগে পড়তে হচ্ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে এখনই হল খুলে দেওয়ার দাবিতে আমরা আন্দোলন করছি।’
বিশ্ববিদ্যালয়ে এখন স্নাতকোত্তর ও স্নাতক শেষ বর্ষের পরীক্ষা চলছে। স্নাতক ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা আগামী মার্চ থেকে শুরু হওয়ার কথা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মার্চে পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে হল খোলার ব্যাপারে একটি সিদ্ধান্ত আছে। কিন্তু, অনেক শিক্ষার্থী এরমধ্যেই সিলেট চলে এসেছে। তারা এখনই হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করছে।’
তিনি আরও বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি। আশাকরি দ্রুত এর সমাধান হবে।’
Comments