মিয়ানমারে সেনাবিরোধী মিছিলে পুলিশের গুলি, নিহত ২

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে দুই আন্দোলনকারী নিহত হয়েছেন। এরপর আবারও বিক্ষোভকারীরা রাস্তায় নামতে শুরু করেছেন।
Myanmar clash
মিয়ানমারের মান্দালে শহরে সেনাবিরোধী বিক্ষোভ মিছিল। ২০ ফেব্রুয়ারি ২০২১। ছবি: রয়টার্স

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে দুই আন্দোলনকারী নিহত হয়েছেন। এরপর আবারও বিক্ষোভকারীরা রাস্তায় নামতে শুরু করেছেন।

গতকাল শনিবার মান্দালে শহরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে মিয়ানমার পুলিশ।

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেনা অভ্যুত্থানের অবসান ও অং সান সু চিসহ অন্যান্যদের মুক্তির দাবিতে গত দুই সপ্তাহ ধরে দেশটিতে চলা বিক্ষোভের মধ্যে গতকাল ছিল সবচেয়ে রক্তাক্ত দিন।

দেশটির জরুরি পরিষেবার স্বেচ্ছাসেবক নেতা কো অং গণমাধ্যমকে বলেছেন, ‘গতকালকের বিক্ষোভে দুই জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এবং পুলিশি হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।’

তবে, পুলিশ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

মিয়ানমারের সরকারি দৈনিক ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ এ বলা হয়েছে, হরতালকারীরা গণপরিবহনে নাশকতা চালিয়েছেন এবং লাঠি, ছুরি নিয়ে পুলিশকে আক্রমণ করেছে।

এ ঘটনায় আট পুলিশ ও বেশ কয়েকজন সেনা সদস্যও আহত হয়েছে বলে জানানো হয়েছে।

তবে, সংবাদপত্রটি দুই আন্দোলনকারীর মৃত্যুর কথা উল্লেখ করেনি।

এটি আরও জানিয়েছে, ‘নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দিতে গেলে কয়েকজন আক্রমণাত্মক প্রতিবাদকারীও আহত হন।’

সেনাবাহিনী জানিয়েছে, বিক্ষোভে আহত এক পুলিশ সদস্য মারা গেছেন।

এর আগে গত শুক্রবার অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে প্রথম এক নারী পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন। গত ৯ ফেব্রুয়ারি রাজধানী নেপিডোতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন।

এদিকে, গতকালকে দুই বিক্ষোভকারীর মৃত্যুর পর আজ রোববার আবারও রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে।

আজ সকালে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সমর্থন দেওয়ায় মিয়ানমারের এক জনপ্রিয় অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago