ক্যাম্পাস-হল খোলার দাবিতে রাবিতে বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস ও আবাসিক হলগুলো অনতিবিলম্বে খুলে দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের রাবি সংবাদদাতা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ রোববার ১১টার দিকে প্রায় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে পরিবহন মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্য ভবনের সামনে এসে অবস্থান নেয়।
এই কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘ভ্যাকসিন আনো ভ্যাকসিন দাও, ক্যাম্পাস খুলে দাও’, ‘মোদের দাবি একটাই, হল-ক্যাম্পাস খোলা চাই’, স্লোগানে ক্যাম্পাস-হল খোলার দাবি জানাচ্ছেন।
Comments