রাবি ক্যাম্পাস-হল খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

উপাচার্য ভবনের সামনে অবস্থানরত রাবি শিক্ষার্থীরা। ছবি: স্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস ও আবাসিক হলগুলো খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।

আজ রোববার ১১টার দিকে প্রায় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে পরিবহন মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্য ভবনের সামনে এসে অবস্থান নেয়।

আজ সাড়ে ১২টার দিকে ক্যাম্পাস-হল খুলে দিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচী শেষ করেছেন শিক্ষার্থীরা।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহমুদ সাকী বলেন, ‘শিক্ষকদের কোনো কিছু বন্ধ নেই, বন্ধ শুধু আমাদের জীবন ও যৌবন। করোনা কারণে শুধু বন্ধ শিক্ষা ব্যবস্থা। আমরা ধুকে ধুকে মরছি।’

প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা এখনো অনেক শান্ত আচরণ করছি। কিন্তু আমাদের দাবি মানা না হলে বরিশাল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো অবস্থা তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘স্বায়ত্তশাসনের বিষয়টা চলে আসে আপনাদের সুবিধে নেওয়ার ক্ষেত্রে। কিন্তু যখনি শিক্ষার্থীদের স্বার্থ সম্পর্কিত কোনো বিষয় সামনে আসে তখনি কর্তৃপক্ষ স্বায়ত্তশাসনের বিষয় এড়িয়ে যান।’

আরও পড়ুন: ক্যাম্পাস-হল খোলার দাবিতে রাবিতে বিক্ষোভ

Comments

The Daily Star  | English

BTRC directs telcos to provide 1GB free internet on July 18

Mobile phone operators have been instructed to notify users in advance via SMS

1h ago