আইপিএল আর টেস্ট সিরিজের সূচির সংঘাত কাম্য না: উইলিয়ামসন

ইংল্যান্ডের নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হবে ২ জুন। লর্ডস ও এজভাস্টনে হবে দুই টেস্ট। এরপর ১৮ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে লর্ডসে। ফাইনালে নিশ্চিত করা নিউজিল্যান্ডের জন্য ইংল্যান্ড সিরিজের দুই টেস্ট তাই প্রস্তুতির বিচারেও খুবই গুরুত্বপূর্ণ।
kane williamson
ছবি: এএফপি

জুন মাসের শুরুতে ইংল্যান্ডে একটা টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা নিউজিল্যান্ডের। ওই সময়টায় আবার আইপিএলের শেষ দিকের খেলা থাকবে। আইপিএলের সঙ্গে টেস্ট সিরিজের এই সংঘাত নিয়ে কিছুটা বিপাকে আছেন কিউই ক্রিকেটাররা। অধিনায়ক কেইন উইলিয়ামসন বলেন, এই পরিস্থিতিটা মোটেও কাম্য নয়। টেস্ট সিরিজ নাকি আইপিএল। কোনটা বাছবেন তা নিয়েও দোলাচলে তিনি। 

ইংল্যান্ডের নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হবে ২ জুন। লর্ডস ও এজভাস্টনে হবে দুই টেস্ট। এরপর ১৮ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে লর্ডসে। ফাইনালে নিশ্চিত করা নিউজিল্যান্ডের জন্য ইংল্যান্ড সিরিজের দুই টেস্ট তাই প্রস্তুতির বিচারেও খুবই গুরুত্বপূর্ণ।

কিন্তু নিউজিল্যান্ডের কয়েকজন ক্রিকেটারের এই সিরিজে খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। অধিনায়ক উইলিয়ামসন ছাড়াও টেস্ট দলের ট্রেন্ড বোল্ট, কাইল জেমিসন, লুকি ফার্গুসেনরাও ব্যস্ত থাকবেন আইপিএলে।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের নতুন নীতি অনুযায়ী, কেউ চাইলে আইপিএল খেলার জন্য থেকে যেতে পারেন। বোর্ড তাতে বাধ্য করবে না। রাজস্থান রয়্যালসের ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারাও আগের দিন এই বিষয়ে কথা বলেন। তার মতে ক্রিকেটারদের জন্য পরিস্থিতিটা উদ্বেগজনক।

ব্ল্যাক ক্যাপস অধিনায়ক টেস্ট সিরিজ না খেলার সিদ্ধান্ত এখনো নেননি। তিনি অপেক্ষায় আছেন ইংল্যান্ড সিরিজ ও আইপিএলের চূড়ান্ত সূচির, ‘এটা অবশ্যই প্রত্যাশিত বিষয় না। আমি জানি যখন পরিকল্পনাটা করা হয় তখন এটা মাথায় ছিল (আইপিএলের সঙ্গে সংঘাত)। এই সময়ে পরিকল্পনা করে সেটাতে স্থির থাকা মুশকিল।’

‘আমাদের এই সময়ের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা এখনো অপেক্ষা করছি চূড়ান্ত সূচির। এরপরই আসলে সিদ্ধান্ত নিতে পারব। সেজন্য অপেক্ষা করতে হবে। দেখা যাক কি হয়।’

 

Comments

The Daily Star  | English
DHL Daily Star Bangladesh Business Awards 2023

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

8h ago