রুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাক্ষর সাহা নামের এক শিক্ষার্থীর মরদেহ আজ রোববার সকালে উদ্ধার করা হয়েছে।
তিনি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫-সিরিজের শিক্ষার্থী ছিলেন। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষর সাহার পিতার নাম সপদ সাহা। তার বাড়ি ফরিদপুরের সদর উপজেলার।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক রবিউল আওয়াল দ্য ডেইলি স্টারকে জানান, বেলা ১২টার দিকে সাক্ষ্য সাহার সহপাঠীদের মাধ্যমে তিনি ঘটনা জানতে পেরেছেন।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় সংলগ্ন অক্ট্রয় মোড় এলাকায় মেসে থাকতেন সাক্ষ্য সাহা। সকালে সহপাঠীরা তাকে ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে রুমে ঢোকেন। সেখান থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
মেসে থাকাকালীন বিদ্যুতায়িত হয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানান অধ্যাপক রবিউল আওয়াল।
এ বিষয়ে জানতে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।’
Comments