সাইফ-কারিনার ঘরে দ্বিতীয় পুত্র

সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের ঘরে আজ রোববার সকালে এসেছে নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের মা-বাবা হলেন এই দম্পতি।
Saif and Kareena
ছবি: সংগৃহীত

সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের ঘরে আজ রোববার সকালে এসেছে নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের মা-বাবা হলেন এই দম্পতি।

ভারতীয় গণমাধ্যম জিনিউজ জানিয়েছে, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। পুত্র সন্তানের সংবাদ জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন সাইফ আলি খান।

গতকাল শনিবার রাতে ভারতের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন কারিনা কাপুর। সকালে দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার আনন্দের সংবাদ ছড়িয়ে পড়ে সর্বত্র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-সহকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন সাইফিনা দম্পতিকে।

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh

Dengue: 5 die, 872 hospitalised in a day

Highest number of single-day hospitalisations this year

6m ago