ফ্রান্সে নবনির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা
ফ্রান্সে করোনাকালীন লকডাউনের মধ্যেও শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। করোনার কারণে ফ্রান্সের তুলুজ শহর ছাড়া কোথাও আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করার অনুমতি দেয়নি দেশটির স্বাস্থ্য বিভাগ। তবে বিশেষ অনুমতির মাধ্যমে তুলুজ শহরে নবনির্মিত স্থায়ী শহীদ মিনারে সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়।
শহীদ মিনারের উদ্বোধন করেন তুলুজ শহরের মেয়র জন লোক মুদান।
শহীদ মিনার উদ্বোধন শেষে স্বাস্থ্যবিধি মেনে প্রথমে তুলুজ মিউনিসিপালিটির পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের পক্ষে দূতাবাস কর্মকর্তা মাহবুবুর রহমান, তুলুজ বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও শহীদ মিনারের প্রতিষ্ঠাতা ফকরুল আকম সেলিম, আয়েবার পক্ষে কাজী এনায়েত উল্লাহ এবং ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব কমার্সের পক্ষে জানা মার্টিন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সকাল ১০টায় দূতাবাসের আঙ্গিনায় অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে দূতাবাস কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে ফুল দেওয়া হয়।
ফ্রান্সে লকডাউন থাকার কারণে প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
তবে ২১ ফেব্রুয়ারি সকালে ইউনেসকোর সহযোগিতায় বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় ‘আমার ভাষা, আমার সম্পদ’ শিরোনামে ভার্চুয়াল এক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ইউনেসকোর মহাপরিচালকসহ অন্যান্যরা।
১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে তারা এ দিবসটি পালন করছে আসছে।
Comments