খুলনায় ট্রলিচাপায় এক সাইকেল আরোহী নিহত
খুলনার রূপসা উপজেলায় ট্রলিচাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের পালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আব্দুল সালেখ মোল্লা (৫৫) বাগেরহাটের ফকিরহাট উপজেলার খাজুরা গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, আব্দুল সালেখ মোল্লা সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ইটবোঝাই ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ট্রলিটি আটক করে। তবে ট্রলিচালক পালিয়েছেন।’
আব্দুল সালেখ মোল্লার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
Comments