নাইজেরিয়ার আবুজা বিমানবন্দরে সামরিক বিমান বিধ্বস্ত
নাইজেরিয়ার সামরিক বাহিনীর একটি ছোট বিমান আবুজা বিমানবন্দরের রানওয়েতে পৌঁছানোর সময় বিধ্বস্ত হয়েছে।
ইঞ্জিন বিকল হয়ে আজ রোববার এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির বিমানমন্ত্রী হাদি সিরিকা।
এক টুইটবার্তায় তিনি বলেন, ‘আবুজার ১১০ কিলোমিটার উত্তর-পশ্চিমের শহর মিনায় যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে কিং এয়ার ৩৫০ নামের সামরিক বিমানটি আবুজা বিমানবন্দরের রানওয়ের কাছে বিধ্বস্ত হয়েছে।’
এ ঘটনায় হতাহতের কোনো তথ্য না দিলেও তিনি বলেছেন, ‘এটি মারাত্মক দুর্ঘটনা বলে মনে হচ্ছে।’
বিমানটির প্রস্ততকারক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের বরাত দিয়ে রয়টার্স জানায়, জোড়া প্রপেলার ইঞ্জিনবিশিষ্ট বিমানটি আট জন যাত্রী পরিবহনে সক্ষম।
Comments