শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৫০ জনের বিরুদ্ধে জাবি কর্তৃপক্ষের মামলা

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্টার ফাইল ফটো

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ।

আজ রোববার বিকালে এই মামলা দায়ের করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন জাবির সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান।

তিনি বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে ২৫০ জন অজ্ঞাতনামা হামলাকারীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছি। মামলা নম্বর হচ্ছে ৫৯/২১।’

এর আগে শনিবার জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে মামলা দায়েরে কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং ক্যাম্পাস ও ছাত্রাবাস পুনরায় খোলার দাবি জানান।

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন সামিয়া হাসান তাদের ছয় দফা দাবির কথা তুলে ধরেন। দাবির মধ্যে আছে- গেরুয়া এলাকায় অবস্থানরত সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়া।

যোগাযোগ করা হলে জাবির প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন, ‘ছাত্রাবাস পুনরায় খোলার ব্যাপারে আমরা কোন নির্দেশনা পাইনি। আমরা সরকারের অনুমতি ছাড়া আর কোনো উদ্যোগ নেব না।’

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

Yunus seeks US support to rebuild Bangladesh, implement reforms

Tells US delegation that Bangladesh is in a significant moment in its history

22m ago