হল খোলার দাবিতে এবার ইবিতে বিক্ষোভ

হল খুলে দেওয়ার দাবিতে আজ রোববার বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। এ সময় তারা উপাচার্যের বাসভবনের সামনে সাড়ে ৩ ঘণ্টার অবস্থান কর্মসূচী পালন করেন। পরে সন্ধ্যায় উপাচার্যের আশ্বাসে অবস্থান কর্মসূচী প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।
জানা গেছে, শিক্ষার্থীদের বেশ কয়েকটি গ্রুপ কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে ক্যাম্পাসে একটি সমাবেশ করার পরিকল্পনা করেছিল। পরে আজ কুষ্টিয়া শহর, ঝিনাইদহ ও ক্যাম্পাসের আশেপাশের মেসে অবস্থানরত প্রায় শতাধিক শিক্ষার্থী সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেন। পরে সকাল ১১টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে দুপুর ২টার দিকে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
সমাবেশে বক্তব্য রাখেন ইবি শিক্ষার্থী রায়হান বাদশা রিপন, জি কে সাদিক, মোস্তাক আহমেদ ও আহমেদ পরাগ।
তারা বলেন, অনার্স-মাস্টার্সের পরীক্ষা চলমান। অথচ হল খোলা নেই। তাই বাধ্য হয়েই কুষ্টিয়া শহর, ঝিনাইদহ ও ক্যাম্পাসের আশেপাশের মেস ও বাসাবাড়িতে মানবেতর জীবনযাপন করে পরীক্ষায় অংশ নিতে হচ্ছে।
বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেনসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে যান। প্রক্টরের মধ্যস্থতায় আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সাক্ষাত করেন। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক শেষ হয় সন্ধ্যায়।
বৈঠক শেষে শিক্ষার্থীদের প্রতিনিধি জিকে সাদিক বলেন, ‘উপাচার্য আমাদের আশ্বস্ত করেছেন। তিনি বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের কাছে তুলে ধরবেন।’
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিষয়টি আমি দ্রুত সময়ের মধ্যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।’
Comments