খুলনায় আছমাউল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

আছমাউল মোড়ল ওরফে জীবন (২৮) হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন খুলনার একটি আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রতীকী ছবি

আছমাউল মোড়ল ওরফে জীবন (২৮) হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন খুলনার একটি আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন।

মৃত আছমাউল মোড়ল খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বাগদাড়ি নোয়াকাঠি এলাকার জহুরুল হক মোড়লের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

তাকে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- শুভঙ্কর রায় (২৫), সুধাময় বালা ওরফে সুধাবৃন্দ বালা (৩০), অমিত বিশ্বাস (২৮) এবং দীপঙ্কর রায় (২৮)। তাদের সবাই ডুমুরিয়ার বান্দা উলোর ডাঙ্গার বাসিন্দা।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

২০০৭ সালের ১৯ অক্টোবর রাতে এ হত্যাকাণ্ড ঘটে।

বাদীপক্ষের আইনজীবী খন্দকার মজিবর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আসামিরা মোটরসাইকেল নিয়ে ডুমুরিয়ার রংপুরে যাওয়ার কথা বলে ২০০৭ সালের ১৯ অক্টোবর রাতে আছমাউলকে মোবাইল ফোনে ডেকে নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরের দিন ডুমুরিয়ার খড়িয়ার ওয়াবদার কাছ থেকে বুকে ছুরিবিদ্ধ অবস্থায় আছমাউলের মরদেহ উদ্ধার হয়।’

এ ঘটনায় নিহতের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে ১২ জনকে আসামি করে ডুমুরিয়া থানায় মামলা করেন বলে যোগ করেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা ও ডুমুরিয়া থানার উপপরিদর্শক লস্কর জায়াদুল হক ২০০৮ সালের ৬ আগস্ট আসামিদের সবাইকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় এজাহারভুক্ত আট আসামিকে খালাস দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago