নাটোর সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
নাটোরের বড় হরিশপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় বিষ্ণুপদ পাল (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার সকালে বড় হরিশপুর এলাকায় ব্যাপটিস্ট মিড মিশনস হসপিটালের কাছে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নাটোরের বড় হরিশপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় বিষ্ণুপদ পাল (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার সকালে বড় হরিশপুর এলাকায় ব্যাপটিস্ট মিড মিশনস হসপিটালের কাছে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষ্ণুপদ পাল বগুড়া সদর উপজেলার শেখেরকোলা গ্রামের বাসিন্দা। ১৯৯৭ সালে তিনি কনস্টেবল পদে পুলিশে যোগ দিয়েছিলেন। ২০০৮ এটিএসআই হিসেবে তিনি পদোন্নতি পান।
পুলিশ লাইন্সের রিজার্ভ ইনস্পেকটর (আরআই) রমজান আলী খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকালে দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষ্ণুপদ পাল আদালতে দায়িত্ব পালন করতেন।’
Comments