প্রবাসে

নিউজিল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই বাংলার প্রবাসীরা

নিউজিল্যান্ডের পামারস্টোন নর্থ শহরে মানাওয়াতু বাঙালি সোসাইটির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদায় নিউজিল্যান্ডের পামারস্টোন নর্থ শহরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রবাসীদের মানাওয়াতু বাঙালি সোসাইটি আয়োজিত ভাষা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পামারস্টোন নর্থ সিটি কাউন্সিলের মেয়র গ্রান্ট স্মিথ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানাওয়াতু বাঙালি সোসাইটির সভাপতি ও মেসি ইউনিভার্সিটির প্রফেসর এমেরিটাস শ্রীকান্ত চ্যাটার্জি।

প্রধান অতিথির বক্তব্যে পামারস্টোন নর্থ সিটি কাউন্সিলের মেয়র গ্রান্ট স্মিথ বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন আর শুধু বাংলা ভাষাভাষী মানুষের জন্য গুরুত্বপূর্ণ কোনো দিন নয়, এটি পুরো বিশ্বের সব মানুষের ভাষা রক্ষার দিন।

স্বাগত বক্তব্যে সোসাইটির সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জি ভাষা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

অনুষ্ঠানে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন মেসি ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মু. মাহবুবুর রহমান।

রক্তিম বড়ুয়া ও তনিমা হোসেইনের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য টাঙ্গি উথিকেরি, সিটি কাউন্সিলর লে ফেন্ডলিও লরনা জনসন।

অনুষ্ঠানে ছিল আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনা। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি গাওয়া হয় সমবেত কণ্ঠে।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘খোকার সাধ’ আবৃত্তি করে শোনায় শিশু তামজীদ হাসান।

‘ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়’ গানের তালে নৃত্য পরিবেশন করেন আজমাইন ইফরিত।

‘আমি বাংলায় গান গাই’ গানটি গেয়ে শোনান মেসি ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মুক্তি বড়ুয়া। আরিশা আজমী ও শ্যামা সিমোনের লোকসংগীতের তালে নৃত্য পরিবেশনা করা হয়।

অনুষ্ঠানে নেপালি লোকসংগীতের সুরে নৃত্য পরিবেশন করেন রিধানস ছেত্রী।

কোরিয়ান ভাষায় বক্তব্য দেন ইশমাম বিশ্বাস ও ফরাসি ভাষায় বক্তব্য দেন স্টিভ কম্ব। হিন্দি কবিতা আবৃত্তি করেন গৌরভ সেনগুপ্ত। পাঞ্জাবি ভাষায় কবিতা আবৃত্তি করেন গোপা ও দীপক বড়ুয়া। জাপানি ভাষার হাইকু নিয়ে আলোচনা করেন মধুমিতা ভট্টাচার্য।

মানবসভ্যতার বিকাশে ভাষার ভূমিকা নিয়ে আলোচনা করেন ডা. শামসুল আরেফিন।

মু. মাহবুবুর রহমান, নিউজিল্যান্ডের মেসি ইউনিভার্সিটির পিএইচডি গবেষক

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago