সিডনিতে প্রভাতফেরি ও ভাষা শহীদদের স্মরণ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাঙালিরা বাংলা ভাষাভাষীদের জন্য গৌরবময় ২১ ফেব্রুয়ারির ভাষা শহীদদের স্মরণ করেন প্রভাতফেরির মাধ্যমে।
নিজ ঐতিহ্যকে ধারণ করে যথাযথ মর্যাদা ও নিরাপদ সামাজিক দূরত্ব মেনে প্রভাতফেরির পর সিডনির অ্যাশফিল্ডের শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও, দেশটির বিভিন্নস্থানে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
প্রবাসী বাংলাদেশিরা নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিনটিকে উদযাপন করেন। এ উপলক্ষে আয়োজন করা হয়েছিল মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতি বছর অ্যাশফিল্ডের শহীদ মিনারে একুশে একাডেমি অস্ট্রেলিয়ার উদ্যোগে বইমেলার আয়োজন করা হয়। এবার করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি।
সিডনির ল্যাকেম্বার কাছে পিল পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আরও একটি স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়েছে।
ড. সুসান ফেরদৌস: প্রকৌশলী, সিডনি, অস্ট্রেলিয়া
Comments