ঢাবির হল খোলার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

রাজু ভাস্কর্যের পাদদেশে হল খোলার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। ছবি: স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো খুলে দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা৷

আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সকল বর্ষের জন্য হল খুলতে হবে’ ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে এই আল্টিমেটাম দেন তারা।

এর আগে পৌনে বারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ড.  মুহাম্মদ শহীদুল্লাহ হলের প্রধান ফটকের তালা ভেঙে হলে প্রবেশ করেন অর্ধশত শিক্ষার্থী৷ পরে হল প্রশাসন এবং হল সংসদের নেতাদের সঙ্গে কথা বলে হল থেকে বের হয়ে বিকাল ৩টা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন শিক্ষার্থীরা। বিকেল চারটার দিকে তাদের সমাবেশ শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের আবাসিক শিক্ষার্থী তানভীর আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমরা হল খুলে দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি।’

শিক্ষার্থীরা এসময় হল খোলার দাবিতে উপাচার্যর উদ্দেশে স্লোগান দিচ্ছিলেন।

মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জোনাইদ হোসেন দ্যা ডেইলি স্টারকে বলেন, ‘হল খুলে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানাই৷ আমরা হলে উঠতে চাই৷’

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হল খোলার বিষয়ে সরকারের বক্তব্য আমরা পর্যবেক্ষণ করছি৷ শিগগির আমরা পুরো বিষয়ে জানাবো৷’

আজ সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘দেশের সব বিশ্ববিদ্যালয়ে আগামী ১৭ মে  থেকে হল খুলে দেওয়া হবে। আর ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান শুরু হবে। তবে, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার আগে শিক্ষক ও শিক্ষার্থীকে ভ্যাকসিন দেওয়া হবে।’

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

40m ago