সরকারি হাসপাতালে পর্যাপ্ত যন্ত্রপাতি স্থাপনের নির্দেশনা চেয়ে রিট
সারা দেশে সরকারি হাসপাতালগুলোতে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নির্ভুল রোগ নির্ণয়ে পর্যাপ্ত চিকিৎসা যন্ত্রপাতি স্থাপনের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। আজ সোমবার হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মো. জেআর রবিন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) বা জনস্বার্থে এ রিট আবেদন করেন।
সারা দেশে সরকারি হাসপাতালগুলোতে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নির্ভুল রোগ নির্ণয়ে পর্যাপ্ত চিকিৎসা যন্ত্রপাতি স্থাপনের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। আজ সোমবার হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মো. জেআর রবিন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) বা জনস্বার্থে এ রিট আবেদন করেন।
এতে হাসপাতালগুলোর অচল যন্ত্রপাতি মেরামতে ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার আবেদন করা হয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল চাওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, কেন্দ্রীয় মেডিকেল স্টোর ডিপোর পরিচালককে বিবাদী করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। অথচ দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা যন্ত্রপাতি অপ্রতুলতা রয়েছে। সরকার অর্থ বরাদ্দ দেওয়ার পরেও অনেক যন্ত্রপাতি অচল হয়ে পড়ে আছে।
মো. জেআর রবিন দ্য ডেইলি স্টারকে বলেন, রিট আবেদনটি শিগগির হাইকোর্ট বেঞ্চে উঠবে।
Comments