করোনাভাইরাস

আক্রান্ত ১১ কোটি ১৭ লাখ, মৃত্যু ২৪ লাখ ৭৩ হাজারের বেশি

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন ২৪ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ১৭ লাখের বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন প্রায় ছয় কোটি ৩০ লাখ মানুষ।
Corona_23Feb21.jpg
ছবি: রয়টার্স ফাইল ফটো

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন ২৪ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ১৭ লাখের বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন প্রায় ছয় কোটি ৩০ লাখ মানুষ।

আজ মঙ্গলবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির রিসোর্স সেন্টারের সকাল সোয়া ১০টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ কোটি ১৭ লাখ নয় হাজার ৩৯৯ জন এবং মারা গেছেন ২৪ লাখ ৭৩ হাজার ৭৪২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ছয় কোটি ২৯ লাখ ৯৫ হাজার ৩৪৮ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৮১ লাখ ৮৮ হাজার ২৯৬ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ২৩৬ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি এক লাখ ৯৫ হাজার ১৬০ জন, মারা গেছেন দুই লাখ ৪৭ হাজার ১৪৩ জন এবং সুস্থ হয়েছেন ৯১ লাখ আট হাজার ২০৫ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থতে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি ১০ লাখ পাঁচ হাজার ৮৫০ জন, মারা গেছেন এক লাখ ৫৬ হাজার ৩৮৫ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি ছয় লাখ ৯৯ হাজার ৪১০ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ লাখ ৪৩ হাজার ৫১৭ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আট হাজার ৩৫৬ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৯২ হাজার ৫৯ জন।

Comments

The Daily Star  | English
Is Awami League heading towards a Pyrrhic victory

Column by Mahfuz Anam: Is Awami League heading towards a Pyrrhic victory?

With values destroyed, laws abused, institutions politicised, and corruption having become the norm, will victory by worthwhile for the Awami League?

8h ago