জোড়া গোলে শীর্ষে উঠলেন রোনালদো, জয়ে ফিরল জুভেন্টাস
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই হারের পর জয়ে ফিরল জুভেন্টাস। তুরিনের বুড়িদের পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ায় অগ্রণী ভূমিকা রাখলেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। জোড়া গোল করে তিনি উঠে গেলেন সিরি আর চলতি আসরের সর্বোচ্চ গোলদাতাদের তালিকার চূড়ায়।
সোমবার রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ক্রোতোনেকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে জুভরা। বিরতির আগে আট মিনিটের মধ্যে দুবার লক্ষ্যভেদ করেন রোনালদো। বিরতির পর ব্যবধান বাড়ান ওয়েস্টন ম্যাককিনি।
লিগের আগের ম্যাচে নাপোলির মাঠে ১-০ গোলে হেরেছিল জুভেন্টাস। এরপর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে পোর্তোর মাঠে ২-১ গোলে হারে আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা। ধাক্কা সামলে ক্রোতোনের বিপক্ষে অনায়াস জয়ে লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে তারা।
শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা জুভরা বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করার পর এগিয়ে যায় ৩৮তম মিনিটে। অ্যালেক্স সান্দ্রোর ক্রসে মাথা ছুঁইয়ে জাল খুঁজে নেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে আরেকটি হেডে ব্যবধান দ্বিগুণ করেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ড।
এবারের সিরি আতে ১৯ ম্যাচে ৩৫ বছর বয়সী রোনালদোর গোল ১৮টি। শীর্ষে পৌঁছাতে তিনি টপকে গেছেন রোমেলু লুকাকুকে। ইন্টার মিলানের এই বেলজিয়ান স্ট্রাইকারের গোল ১৭টি।
হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন রোনালদো। কিন্তু জোড়া গোলের আগে-পরে বেশ কিছু সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। ৬৫তম মিনিটে তার প্রচেষ্টা ক্রোতোনে গোলরক্ষক রুখে দেওয়ার পরের মিনিটেই কাছ থেকে শট নিয়ে স্কোরলাইন ৩-০ করেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ম্যাককিনি।
২২ ম্যাচে লিগের শিরোপাধারী জুভেন্টাসের পয়েন্ট বেড়ে হয়েছে ৪৫। এক ম্যাচ বেশি খেলে ৫৩ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান আছে শীর্ষে। তাদের শহর প্রতিদ্বন্দ্বী এসি মিলান সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে।
Comments