চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগ অবরোধ
সরকারি চাকরির সব পদে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ সাত দফা দাবিতে আজ মঙ্গলবার শাহবাগে লাগাতার অবস্থানের অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্যরা।
বেলা ১২টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন।
দুপুর ২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন।
ঘটনাস্থল থেকে আমাদের আলোকচিত্রী প্রবীর দাশ জানিয়েছেন, অবরোধের ফলে শাহবাগ মোড়ের চারপাশে যান চলাচল বন্ধ রয়েছে।
সেখানে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘তাদেরকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। তারপর আমরা ব্যবস্থা নেব।’
Comments