বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার জাবি ছাত্র ইউনিয়ন সভাপতি
বিশেষ পরীক্ষার অনুমতির জন্য আবেদনপত্রে বিভাগীয় সভাপতির সই ও সীলমোহর জালিয়াতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী মিখা পিরেগুকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজের সই করা এক অফিস আদেশ থেকে আজ মঙ্গলবার এ তথ্য জানা যায়।
মিখা পিরেগু জাবির ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। এছাড়াও তিনি জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের যুগ্মসাধারণ সম্পাদক।
অফিস আদেশে বলা হয়, আবেদনপত্রে বিভাগীয় সভাপতির সই ও সীলমোহর জালিয়াতির অভিযোগে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মিখা পিরেগু বলেন, ‘২০১৭ সালে আমি একটি বিশেষ পরীক্ষার জন্য বিভাগীয় সভাপতির সীল ও সইসহ আবেদন জমা দেই পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে। বিভাগ থেকে মিটিং করেই এই অনুমোদন দিয়েছিল। কিন্তু, উপাচার্য অফিস থেকে কোনো কারণ ছাড়াই এর অনুমোদন না দেয়ায় পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে আমাকে আবার আবেদন করতে বলা হয়। শীতকালীন ছুটির কারণে ক্যাম্পাস বন্ধ ছিল বলে আমি প্রথমবার জমা দেওয়া আবেদনের ফটোকপি জমা দিয়েছিলাম।’
তিনি জানান, তাকে স্থায়ী বহিষ্কারে সিন্ডিকেটের সিদ্ধান্ত রিভিউয়ের জন্য আবেদন করেছেন তিনি। রিভিউ প্রক্রিয়া চলমান রয়েছে।
Comments