২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৩.১৩ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৩৭৪ জনে।
একই সময়ে অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১২ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করে আরও ৩৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার তিন দশমিক ১৩ শতাংশ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা হলো পাঁচ লাখ ৪৪ হাজার ১১৬ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জন পুরুষ ও আট জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, চার জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, একজনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব আছেন ১০ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৮২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৯২ হাজার ৮৮৭ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৫৮ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ।
Comments