মিয়ানমারে কারাভোগ শেষে ফিরলেন ২৪ জন
মিয়ানমারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বিজিবির ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ২৪ জন বাংলাদেশি নাগরিক।
তাদের মধ্যে রাঙ্গামাটি জেলার আট জন, বান্দরবানের তিন জন, টেকনাফের ১২ জন ও রাজশাহীর একজন রয়েছেন।
মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে টেকনাফ জেটিঘাটে বিজিবির টেকনাফস্থ ব্যাটালিয়ন-২ আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান বলেন, আজ সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের অভ্যন্তরে মন্ডুর ১নং ট্রানজিট ও এক্সজিট পয়েন্টে নয় সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দল ও সাত সদস্যবিশিষ্ট মিয়ানমার প্রতিনিধি দলের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টার বৈঠকে মাদক চোরাচালান প্রতিরোধ, মানবপাচার দমন এবং সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমনসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে মিয়ানমার কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগকারী ২৪ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ।
ফেরত আসা নাগরিকদের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা টিটো কুমার শীল।
Comments