নোয়াখালীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
নোয়াখালীর সেনবাগে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছাদেকপুর গ্রামের ওলি বেপারীর বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম তাহমিনা আক্তার ওরফে মিনা (৫৫)। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মিনার স্বামী আবদুর রব বাবুলকে (৬০) আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সেনবাগ থানার উপ-পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, ৪০ বছর আগে আবদুর রব বাবুলের সঙ্গে মীনার বিয়ে হয়। বাবুল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে আসার পর তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আজ সকাল ১০টার দিকে বাবুল মীনাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। এসময় বাবুল পালিয়ে যেতে চাইলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত মীনা দুই সন্তানের জননী ছিলেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে।
এ ঘটনায় নিহত গৃহবধূর বাবার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।
Comments