টেকনাফে রোহিঙ্গা ডাকাত জকিরসহ ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ কুখ্যাত রোহিঙ্গা ডাকাত জকিরসহ তিন জন নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব।
আজ মঙ্গলবার উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান এলাকায় ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের কাছে বিকেল ৫টা থেকে র্যাবের সঙ্গে জকির বাহিনীর ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর উপঅধিনায়ক মেজর মেহেদী হাসান।
তিনি জানান, রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর সঙ্গে র্যাবের প্রায় ঘণ্টাব্যাপী ‘বন্দুকযুদ্ধের’ পর গভীর পাহাড়ে অভিযান চালায় র্যাব। এসময়, জকির বাহিনীর প্রধান জকিরসহ মোট তিন জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি বন্দুক, পাঁচটি ওয়ান শুটার ও ২৫ রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয়েছে।
বন্দুকযুদ্ধে র্যাবের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে যোগ করেন তিনি।
জকির বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, মাদকসহ ২০টি মামলা রয়েছে জানিয়ে মেজর মেহেদী হাসান বলেন, ওই এলাকায় কয়েকদিন আগে এক রোহিঙ্গা যুবক অপহৃত হন। আজ তাকে উদ্ধার করতে অভিযান পরিচালনার সময় জকির বাহিনীর সঙ্গে র্যাবের এই বন্দুকযুদ্ধ হয়।
Comments