আবারও নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা
চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো আবারও রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।
আজ বুধবার সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় তাদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে, একই দাবিতে গতকাল রাতেও তারা নীলক্ষেত মোড় প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। সেসময় সড়কের উভয়পাশে অনেক যানবাহন আটকা পড়ে। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি কর্তৃপক্ষের বৈঠকে অধিভুক্ত সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন:
Comments