ঠাকুরগাঁওয়ে বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার

Neelgai_24Feb21.jpg
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে বিলুপ্তপ্রায় একটি নীলগাই উদ্ধার করেছে বিজিবি। ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে বিলুপ্তপ্রায় একটি নীলগাই উদ্ধার করেছে বিজিবি। আজ বুধবার দুপুরে বিজিবি’র কান্তিভিটা সীমান্ত ক্যাম্পের কোম্পানি কমান্ডার আফলাতুন নিজামী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, গতকাল বিকেলে উপজেলার পাড়িয়া ইউনিয়নের শৌলা দোগাছি গ্রাম থেকে নীলগাইটি উদ্ধার করা হয়। ফসলের খেতে ছোটাছুটি করতে দেখে গ্রামবাসী অপরিচিত প্রাণীটিকে ধরে ফেলে এবং মাংস খাওয়ার জন্য জবাই করার প্রস্তুতি নেয়। সে সময় বিজিবি সদস্যরা আহত অবস্থায় প্রাণীটিকে উদ্ধার করে কান্তিভিটা ক্যাম্পে নিয়ে আসে। উপজেলা ভেটেরিনারি সার্জন এসে চিকিৎসা দিয়ে গেছেন।
 
উপজেলা ভেটেরিনারি সার্জন (ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা) জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে বলেন, গ্রামবাসী নীলগাইটি জবাই করতে চেয়েছিল। গলায় ছুরির আঘাত ছিল। ক্ষতস্থানে সেলাই করে দেওয়া হয়েছে। নীলগাইটি এখন শঙ্কামুক্ত। গ্রামবাসীর কাছে এটি অপরিচিত হরিণ আর গরুর মাঝামাঝি দেখতে একটি প্রাণী।
 
তিনি আরও বলেন, নীলগাই মূলত এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হরিণবিশেষ প্রাণী। এর বৈজ্ঞানিক নাম boselaphus tragocamelus। প্রায় এক শ বছর আগে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় নীলগাই দেখা যেত। এখন আর দেখা যায় না। দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়েও এক সময় নীলগাইয়ের দেখা মিলত।
 
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর একটি স্ত্রী নীলগাই ধরা পড়েছিল। পরে সেটি দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। তবে নীলগাইটি পরের বছরের ১৬ মার্চ সেখানে মারা যায়। এবার একটি পুরুষ নীলগাই ধরা পড়লো।
 
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহা. যোবায়ের হোসেন বলেন, নীলগাইটি বন বিভাগ ও বন্য প্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষকের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
 
অনেক আগেই আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বিলুপ্তপ্রায় তালিকায় নীলগাইয়ের নাম উঠেছে।

Comments

The Daily Star  | English

6 killed as microbus plunges into canal in Noakhali

The accident took place around 5:40am in Chandraganj Purba Bazar area

13m ago