৭ কলেজের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের চলমান পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
Seven College.jpg
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের চলমান পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আজ বুধবার শিক্ষামন্ত্রী দীপুর মনির সঙ্গে সাত কলেজের অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাবি অধিভুক্ত সাত সরকারি কলেজের চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ শর্তসাপেক্ষে অনুষ্ঠিত হবে। শর্তসমূহ হল- পরীক্ষা চলাকালীন সময়ে হল খোলা হবে না এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বৈঠক শেষে সাত কলেজের দায়িত্ব থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘চলমান পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আজকে যে পরীক্ষা অনুষ্ঠিতের কথা ছিল, সেটি কবে নেওয়া হবে, তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’

পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।

College.jpg
পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি: স্টার

তিতুমীর কলেজের শিক্ষার্থী মাহাবুব ইসলাম আকাশ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের দাবি মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। পরীক্ষা পুনরায় নেওয়ার খবর শুনে খুব ভালো লাগছে।’

এদিকে, নীলক্ষেত মোড়ের অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। এতে নীলক্ষেত-নিউমার্কেট এলাকার যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন:

৭ কলেজের বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা চলছে

‘বিষয়টি আমি দেখছি...’

আবারও নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা

নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাবি অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীরা

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

12h ago