ববি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চলমান আন্দোলন প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৈঠক শেষে ববি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চলমান আন্দোলন প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুরে ববি ভিসি, পরিবহন শ্রমিক নেতা, পুলিশ ও আবাসিক মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে এ ঘোষণা আসে।

বৈঠক শেষে ববি ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্যে ফজলুল হক রাজীব জানান, আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা, বাসমালিক ও শ্রমিকরা ভবিষ্যতে এ ধরনের সংঘাত ঘটাবে না বলে আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা সড়ক অবরোধসহ চলমান আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

আন্দোলনরত আরেক শিক্ষার্থী অমিত হাসান রক্তিম বলেন, ‘চিহ্নিত দোষীদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে ও আবাসিক ছাত্রদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলে পুলিশের উচ্চ পর্যায় থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এ কারণে আমরা ধর্মঘট প্রত্যাহারসহ চলমান সব আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছি।’

বাস মালিক সমিতির সভাপতি মমিনউদ্দিন কালু জানান, শিক্ষার্থীদের ওপর হামলা দুঃখজনক। তবে, ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে তিনি আশ্বাস দেন।

উপপুলিশ কমিশনার মোকতার হোসেন বলেন, ‘আমরা ইতোমধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছি। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।’

বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ছাদেকুল আরেফিন বলেন, ‘আমাদের সঙ্গে সবপক্ষের আলোচনা ফলপ্রসূ হয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সবপক্ষই নিন্দা ও দুঃখ প্রকাশ করেছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে আশ্বাস দিয়েছে।’

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেন এক পরিবহন শ্রমিক। এ ঘটনায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এরপর, ১৬ তারিখ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসিক মেসে হামলা চালায় পরিবহন শ্রমিকরা। এই ঘটনা অন্তত ২৫ শিক্ষার্থী আহত হন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ শুরু করে। পুলিশ আরও এক পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করলে পরিবহন শ্রমিকারও ১৮ ফেব্রুয়ারি থেকে ধর্মঘট শুরু করে। পরে উভয়পক্ষ ৩ দিন সড়ক অবরোধ প্রত্যাহার করে।’

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago