অবৈধভাবে খাল ভরাট করে আবাসন বন্ধের নির্দেশ মেয়র তাপসের

বুধবার সকালে নগরীর ৭৫ নম্বর ওয়ার্ডের ফকিরখালী এলাকা পরিদর্শন করেন মেয়র তাপস। ছবি: সংগৃহীত

অবৈধভাবে খাল ভরাট করা হাউজিং কোম্পানিগুলোর কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার সকালে নগরীর ৭৫ নম্বর ওয়ার্ডের ফকিরখালী এলাকা পরিদর্শনের সময় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘বিভিন্ন কার্যক্রমে প্রতি বুধবারই আমরা পরিদর্শনে বের হই। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এখন ব্যাপক কার্যক্রম ও কর্মযজ্ঞ চলমান আছে। আমরা আজকে প্রথমে গিয়েছি ৭৫ নম্বর ওয়ার্ডে আমাদের ফকিরখাল এলাকা, যা প্রত্যন্ত গ্রাম হিসেবে আছে। এটি নতুন করে দক্ষিণ সিটি করপোরেশনে সংযুক্ত হয়েছে। সেই এলাকায় কীভাবে নতুন পরিকল্পনা করা যায়, যাতায়াত ব্যবস্থার সুযোগ-সুবিধা বাড়ানো যায়, উন্নত শহরের সুযোগ-সুবিধা সেখানে নিশ্চিত করা যায় সে বিষয়গুলো আমরা সরেজমিন পরিদর্শন করেছি।’

‘এছাড়াও রামপুরা খাল, জিলানি খালের অংশবিশেষ এখন ভরাট হয়ে যাচ্ছে এবং বিভিন্ন হাউজিং কোম্পানি অবৈধভাবে (খাল) ভরাট করে (বাড়ি) নির্মাণ করছে। এ বিষয়গুলো আমরা সরেজমিন দেখেছি এবং নির্দেশনা দিয়েছি যাতে এগুলো অনতিবিলম্বে বন্ধ করা হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডেই যেন একটি করে উন্মুক্ত খেলার মাঠ ও খেলার পর্যাপ্ত জায়গা থাকে, যেখানে আমাদের সন্তানেরা খেলাধুলা করতে পারবে। এরইমধ্যে আমরা আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ৮ নং ওয়ার্ডের মতিঝিল সংলগ্ন টিটিপাড়ায় জমি পরিদর্শন করছি। সেখানে একটা খেলার মাঠ করা যায় কিনা তা আমরা পর্যালোচনা করছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে জমিগুলো দখলমুক্ত করছি সেগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় উন্মুক্ত খেলার মাঠ হিসেবে উপযোগী করে গড়ে তোলা হবে। যাতে করে ওয়ার্ডের আশেপাশের ছেলেরা সেখানে খেলাধুলা করতে পারে। কোনো প্রতিষ্ঠান বা কোনো ক্লাবকে আমরা আমাদের মাঠ দেব না।’

‘আমরা ৪২ নম্বর ওয়ার্ডে একটি জায়গা অবমুক্ত করেছি। সেখানে খেলার মাঠ তৈরির জন্য কাজ চলছে। আগামী মাস থেকে ছেলেরা সেখানে খেলতে পারবে। ৪২ নম্বর ওয়ার্ড লক্ষ্মীবাজার ঘনবসতি এলাকা। সেখানে কোনো উপযুক্ত খেলার মাঠ ছিল না। কিন্তু এখন থেকে পারবে। জায়গাটা দখল অবস্থায় ছিল।’

‘একইভাবে আমরা সব ওয়ার্ডেই এটি করব। ৭ নম্বর ওয়ার্ডে মানিকনগরে বিশাল (আয়তনের) জমি মুক্ত করতে পেরেছি। সেখানেও খেলার মাঠ থাকবে,’ যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

14m ago