জোড়া গোলে বার্সেলোনাকে জয়ে ফেরালেন মেসি

এই জয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে বার্সেলোনা।
messi
ছবি: টুইটার

প্রথমার্ধে বার্সেলোনার আক্রমণগুলো প্রতিপক্ষের রক্ষণ দেয়ালে গিয়ে বাধা পেল। দ্বিতীয়ার্ধে আর কাতালানদের আটকাতে পারল না এলচে। আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির নৈপুণ্যে দুই ম্যাচ পর জয়ে ফিরল রোনাল্ড কোমানের শিষ্যরা।

বুধবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ৩-০ গোলে এলচেকে হারিয়েছে বার্সা। ম্যাচের প্রতিটি গোলই হয়েছে বিরতির পর। নিজে জোড়া গোল করার পাশাপাশি জর্দি আলবার গোলেও অবদান রাখেন মেসি।

এই জয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে বার্সেলোনা। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫০। এক ম্যাচ কম খেলা সেভিয়া ৪৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে চারে। আসরের শিরোপাধারী রিয়াল মাদ্রিদ ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের অর্জন ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট।

গোটা ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য দেখায় বার্সা। প্রথমার্ধে এলচের রক্ষণাত্মক কৌশলে ফাটল ধরাতে না পারলেও দ্বিতীয়ার্ধে নজরকাড়া পারফরম্যান্স উপহার দেয় তারা। এতে মুখ্য ভূমিকা পালন করেন মেসি।

বিরতির পর খেলা শুরুর তৃতীয় মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। মার্টিন ব্র্যাথওয়েটের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে জাল কাঁপান মেসি। সফরকারী এলচে গোলরক্ষক এদগার বাদিয়া বলে গ্লাভস ছোঁয়ালেও রুখতে পারেননি।

কোমানের দল ব্যবধান দ্বিগুণ করে ৬৮তম মিনিটে। একক নৈপুণ্যে ডি-বক্সে ঢুকে ফ্রেঙ্কি ডি ইয়ং পাস দেন মেসিকে। বল নিয়ন্ত্রণে নিয়ে লেগে থাকা ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

এবারের লিগে ৩৩ বছর বয়সী মেসির গোল বেড়ে হলো ১৮। আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জয়ের লড়াইয়ে তিনি আছেন সবার আগে। ১৬ গোল নিয়ে দুইয়ে আছেন অ্যাতলেতিকোর সুয়ারেজ।

৭৩তম মিনিটে বার্সেলোনার বড় জয় নিশ্চিত হয়ে যায়। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসির ক্রস ডি-বক্সে পেয়ে হেড করে ব্র্যাথওয়েট বল ফেলেন পোস্টের খুব কাছে। বাকি কাজটা দারুণভাবে সারেন আলবা।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago