আলিয়া ভাটের চমক!

Aliabhatt_25Feb21.jpg
ছবি: সংগৃহীত

সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির টিজার মুক্তি পেয়েছে। টিজারেই আলিয়া ভাট নতুন অবতারে চমক দেখালেন।

আলিয়া ভাটকে দেখে চমকে গেছেন দর্শকরা। কামাথিপুরায় যৌনপল্লী গড়ে তোলেন গাঙ্গুবাই। তার কথা ছাড়া সেখানে যেমন সূর্য ওঠে না, পাখি ডাকতে গেলেও অনুমতি নিতে হয়। কামাথিপুরাকে হাতিয়ার করেই গাঙ্গুবাই কীভাবে রাজনীতির মঞ্চ থেকে ক্ষমতার অলিন্দে নিজের উপস্থিতি জানান দিতে শুরু করেন, সেই গল্পই তুলে ধরা হয়েছে সিনেমায়।

ভারতের গণমাধ্যম জিনিউজ সূত্রে জানা গেছে, ছবির টিজার মুক্তি পাওয়ার আগে পোস্টার প্রকাশ্যে এসেছিল। তখন থেকেই দর্শকদের মধ্যে জল্পনা শুরু হয় ছবিটা নিয়ে। এ বছরের ৩০ জুলাই মুক্তি পাবে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’।

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

About 20 people were sent to Chattogram Medical College Hospital in critical condition

32m ago