শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সিলেটের চৌহাট্টা মোড়ে শিক্ষার্থীদের অবস্থান
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সিলেট নগরীর চৌহাট্টা মোড়ে যানচলাচল এক ঘণ্টার জন্যে বন্ধ করে দিয়েছিলেন শিক্ষার্থীরা। পুলিশের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে অবরোধ তুলে নিলেও এখনও সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
আজ বৃহস্পতিবার দুপুর ১টা থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।
এর আগে বেলা ১২টার দিকে কয়েক শ শিক্ষার্থী চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হন। এরপর সেখানে তারা মানববন্ধন করেন।
মানববন্ধনের পর তারা বিক্ষোভ মিছিল করেন এবং যানচলাচল বন্ধ করে দেন। সেসময় নগরীর বিভিন্ন রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, সারাদেশে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও খেলাধুলাসহ বিভিন্ন কার্যক্রম চলছে। মনে হচ্ছে, শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার স্বাস্থ্যগত বিষয়টিকে সামনে আনছে।
পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনা করা হয়। পুলিশের কথা মেনে নিয়ে তারা অবরোধ তুলে নিলেও দাবি আদায়ের লক্ষ্যে এখনও অবস্থান কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীরা জানান, এ বিষয়ে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেবেন আজ।
Comments