পরীক্ষার দাবিতে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীদের অবস্থান

পরীক্ষার দাবিতে গার্হস্থ্য অর্থনীতি কলেজ গেটে অবস্থান করছেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের জোর করে কলেজের ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। ছবি: ভিডিও থেকে নেওয়া

পরীক্ষার দাবিতে গার্হস্থ্য অর্থনীতি কলেজ গেটে অবস্থান করছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছেন।

গার্হস্থ্য অর্থনীতি কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকাল সাড়ে ১১টার দিকে পুরুষ পুলিশ সদস্যরা আমাদের ওপর লাঠিচার্জ করেছেন। নারী পুলিশ সদস্যরা আমাদের চুল ধরে জোর করে ক্যাম্পাসের ভেতরে নিয়ে আসার চেষ্টা করেন।’

এর আগে তারা সকাল ৭টার দিকে তারা কলেজের সামনে জড়ো হতে শুরু করে উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘আমরা এখন কলেজের গেটে অবস্থান করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব।’

এর আগে শিক্ষার্থীরা কলেজের সামনের রাস্তাটি অবরোধ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়। 

হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার সানওয়ার হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। এতে যান চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। কলেজের শিক্ষকরা এসে আন্দোলনকারীদের বুঝিয়েছেন, কিন্তু তারা শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। এরপর কলেজ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পুলিশ তাদের সেখান থেকে উঠিয়ে দেয়।’

‘শিক্ষার্থীদের ওপর কোনো লাঠিচার্জ করা হয়নি,’ বলে যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

1h ago