মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
মানিকগঞ্জের ঘিওর ও মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঘিওর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘সকালে উপজেলার পাচুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। নিহত ট্রাকচালকের নাম রাকিব হোসেন। তিনি ফরিদপুরে কোতয়ালী উপজেলার শিবরামপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে।’
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ সকালে উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকায় একটি মিনি ট্রাক অন্য একটি যানবাহনের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালকের সহকারী আবদুর সালামকে (২৫) মৃত ঘোষণা করেন।
সালামের বাড়ি পাবনার চাটমোহর উপজেলায়। দুর্ঘটনায় ট্রাকচালক মো. লাবলু (৫০) গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাবলুর বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায়।
গজারিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার সাইদুর রহমান খান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অন্য গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি।’
Comments