রোজী চিশতীর জামিন নিয়ে হাইকোর্টের রুল
দুর্নীতির মামলায় ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহাবুবুল হক চিশতীর স্ত্রী রোজী চিশতীর জামিন নিয়ে প্রশ্ন তুলেছেন আদালত। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ তার জামিনের বিষয়ে রুল দেন।
গত ৫ জানুয়ারি নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল ঘোষণা করা হবে না— আগামী ১০ দিনের মধ্যে রাষ্ট্রপক্ষ, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রোজী চিশতীকে সে বিষয়ে জবাব দিতে বলেছেন আদালত। গত ১৮ ফেব্রুয়ারি জামিন আদেশ বাতিল চেয়ে আবেদন করে দুদক।
তাতে উল্লেখ করা হয়, রোজী চিশতীর বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। যে কারণে তিনি জামিন পেতে পারেন না।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
অবৈধ পথে ৩৭ কোটি ৩৮ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রোজী চিশতী এবং প্রায় ২১ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ তার মেয়ে রিমি চিশতীর বিরুদ্ধে ২০১৯ সালের ১৫ ডিসেম্বর দুদক ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের মামলা দায়ের হয়।
Comments